আমার ছেলের বয়স ৭ বছর। কথা বলতে পারে, তবে বেশিরভাগ সময় তাকে কোন প্রশ্ন জিজ্ঞেস করলে সে সেটা বলতে পারে না। তুমি কি খেয়েছ প্রশ্ন করলে সে উত্তর দেয় ওটা খেয়েছি, এটা খেয়েছি, করেছি এভাবে। স্পেসিফিকভাবে বস্তুর নাম বলে না। জায়গার নাম বলে না কিন্তু সে সেগুলোর নাম জানে। স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু সে ঠিকমতো মনে রাখতে পারছে না। তাই তাকে স্পেশাল স্কুলে ভর্তি করাই। তবে সে প্রায়ই মিথ্যা কথা বলে সাজিয়ে গুছিয়ে। বাসায় কারো কথা শুনে না। নিজে যেটা করতে চায় তাকে সেটাই করতে দিতে হয়। তা না হলে সে মারধর করে, ভাঙচুর করে। আমার প্রশ্ন হল এটা কি কোন রোগ? যদি রোগ হয় তাহলে আমাদের করনীয় কি? আর এই রোগের নাম কি ?
আমার ছেলের বয়স ৭ বছর। কথা বলতে পারে, তবে বেশিরভাগ সময় তাকে কোন প্রশ্ন জিজ্ঞেস করলে সে সেটা বলতে পারে না। তুমি কি খেয়েছ প্রশ্ন করলে সে উত্তর দেয় ওটা খেয়েছি, এটা খেয়েছি, করেছি এভাবে। স্পেসিফিকভাবে বস্তুর নাম বলে না। জায়গার নাম বলে না কিন্তু সে সেগুলোর নাম জানে। স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু সে ঠিকমতো মনে রাখতে পারছে না। তাই তাকে স্পেশাল স্কুলে ভর্তি করাই। তবে সে প্রায়ই মিথ্যা কথা বলে সাজিয়ে গুছিয়ে। বাসায় কারো কথা শুনে না। নিজে যেটা করতে চায় তাকে সেটাই করতে দিতে হয়। তা না হলে সে মারধর করে, ভাঙচুর করে। আমার প্রশ্ন হল এটা কি কোন রোগ? যদি রোগ হয় তাহলে আমাদের করনীয় কি? আর এই রোগের নাম কি ?